মুহুর্তের খবররাজনীতিরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে তাসফিয়াহ্ সমাজ কল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিবেদকঃ

মানবাধিকার রক্ষা ও সুরক্ষায় তারুণ্যের অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১০ ডিসেম্বর সকাল ১১টায় বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভার আয়োজন করে তাসফিয়াহ্ সমাজ কল্যাণ সংস্থা।

আলোচনার মধ্য দিয়ে এক র‍্যালিতে রুপান্তিত হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা দেশের এবং বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও কারাতে কোচ, রাজশাহী শিক্ষা বোর্ড শেখ মাহমুদুন্নবী তুষার। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত পথ সভায়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাদ। তিনি তার বক্তব্যে মানবাধিকারের সার্বজনীন গুরুত্ব তুলে ধরেন এবং আজকের এই দিনে বিশ্বের সকল মানুষের মর্যাদা ও অধিকার রক্ষার অঙ্গীকারকে নতুন করে স্মরণ করার আহ্বান জানান। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এখনো দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে; আইনি জটিলতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর বৈষম্য মানবাধিকারের মূল চেতনার পরিপন্থী।

তিনি বিশেষভাবে বাংলাদেশের সীমান্তে নিরপরাধ নাগরিকদের হত্যা এবং কিশোরী ফেলানীর নির্মম হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর বিষয়গুলো তুলে ধরে অবিলম্বে এসব নৃশংসতার বিচার ও বন্ধের দাবি জানান। এছাড়া তিনি বলেন, ইতিহাস সাক্ষী, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যখনই আন্দোলন হয়েছে, তখনই তা নতুন দিগন্তের সূচনা করেছে, আর সাম্প্রতিক ‘জুলাই বিপ্লব’ জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

বিশ্বব্যাপী মানবাধিকার সংকটের উদাহরণ হিসেবে নূর মোহাম্মদ সাদ গাজার চলমান ভয়াবহ পরিস্থিতি উল্লেখ করেন এবং অবিলম্বে যুদ্ধ বন্ধ করে নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর থেকে নিপীড়ন তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি তার বক্তব্যের শেষ অংশে সকল সদস্যকে দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

উপদেষ্টা শেখ মাহমুদুন্নবী তুষার তার সংক্ষিপ্ত বক্তব্যে তাসফিয়াহ্ সমাজ কল্যাণ সংস্থার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকার ওপর জোর দেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন। সামাজিক উন্নয়ন সংস্থার এমন উদ্যোগ বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button