দাদি-নানির সাথে খোশগল্পে মেতেছে পরীর রাজ্য
বিনোদন ডেস্কঃ
গত বুধবার (১০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন চিত্রনায়িকা পরীমনি। এদিন বিকেল ৫টা ৩৬ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।মাত্র ৫ দিনেই দেশজুড়ে আলোড়ন তুলেছে রাজ-পরীর ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। ১১ আগস্ট পৃথিবীতে আগমন ঘটে তার।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ছেলেকে প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি রাজ-পরী- । নবজাতকের জন্য দোয়া চেয়েছেন তারা। বর্তমানে হাসপাতালে থাকলেও মা-সন্তান সুস্থ আছে। আরো কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছে তারা।
তবে তাই বলে রাজ্যের ছবি সামাজিক যোগাযোগামাধ্যমে প্রকাশ পাবে না তা তো হয় না। পরীর স্বামী রাজ এমনই একটি ছবি পোস্ট করেছেন রোববার (১৪ আগস্ট) সন্ধ্যার পর। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, চলিতেছে খোশগল্প ভাবসাব! তার দাদি আর নানির সঙ্গে।
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, শুভ্র কাপড়ে মোড়ানো রাজ্যর মাথার কাছে বসে আছেন রাজ্যর দাদি আর পায়ের কাছে রয়েছেন নানি। দুজনেরই মুখে হাসি। আর ছবি দেখে বোঝা যাচ্ছে তিনজনই বেশ খোশ মেজাজে আছেন।




