বগুড়ারাজশাহী সংবাদ

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বারপুর এলাকায় সুবিল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে ।

নিহত আবুল হোসেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মৃত সবুজ হোসেনের ছেলে।স্থানীয়রা বলেন, আবুল হোসেন রংপুরের দিক থেকে টমেটোবোঝাই মিনি ট্রাক চালিয়ে ঢাকার দিকে আসছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদরের বারপুর এলাকায় মহাসড়কে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আবুল হোসেন মারা যান ।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করে। দুর্ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্ন হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রশিদ সরকার জানান, নিহত ট্রাকচালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের হেলপার পালিয়ে গেছেন ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button