বগুড়াসংবাদ সারাদেশ

এবার বঙ্গবন্ধুর ছবি দিয়ে আঁকা হলো বাংলাদেশের মানচিত্র

বগুড়া প্রতিনিধিঃ

এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাড়ে ছয় হাজার ক্ষুদ্র ছবি দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করেছেন বগুড়ার তরুণ চিত্রশিল্পী তারিকুল ইসলাম।

বাংলাদেশের মানচিত্র তৈরির পাশাপাশি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা সময়ের ঘটনাচিত্র ছোট ছোট কাগজে তুলির আঁচড় দিয়ে ফুটিয়ে তুলেছেন তিনি।

শুক্রবার বিকেলে শহরের সাতমাথা মুজিব মঞ্চে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার ডিসি মো. জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিডালি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব হামিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন, মাটিডালি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মিয়া।

চিত্রকর্ম প্রদর্শনীতে তারিকুল ইসলাম করোনাভাইরাসের সময় হোম কোয়ারেন্টাইন চলাকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকেন ১০ হাজার ১০০টি। প্রতিটি প্রতিকৃতির আকার ২ মিলি মিটার। তুলির আঁচড়ে, রঙ কলমের কারুকার্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলেন তিনি।

এসময় তিনি এক ইঞ্চি দৈর্ঘ্যের ক্ষুদ্রাকার ৪১০ পাতার শিল্পকর্ম (বই) তৈরি করতে সক্ষম হয়েছেন। শিল্পী তারিকুল বর্তমানে সরকারি আজিজুল হক কলেজে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

তারিকুল বলেন, চিত্রকর্মে হাতেখড়ি বড় ভাই তাজমিলুর রহমানের কাছে। গাবতলীর বাগবাড়িতে ‘তাজ আর্ট’ নামে ভাইয়ের একটি দোকান আছে। শৈশবে পড়াশোনার ফাঁকে সেখানেই আঁকাআঁকি শিখেছেন বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button