নাটোর

লালপুর মৌমাছির কবলে মা ও মেয়েরা

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

চিলের ছোবলে, মৌমাছি রেগে কামড় দিল ছাগলে। ছুটে এলে বাঁচাতে ছাগলে, তাইতো ছাগলে ছেড়েয়া দিল কামড় গৃহস্থরে। তারা এখন মুর্ছা যায় হাস-পাতালে। বৃহস্পতিবার ২৮ জানয়ারী উপজেলার নাগশোষা গ্রামে এঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানাযায়, গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার নাগশোষা গ্রামের কুদরত আলির বাড়ির পাশে তেঁতুল গাছে মৌমাছির চাকে হামলা দেয় এক চিল পাখি। চিলের হামলায় ওই গাছের নীচের ছাগলকে মৌমাছি কামড় দেয় । এঘটনা জানতে পেয়ে ছাগল বাাঁচাতে এগিয়ে আসলে কুদরত আলির স্ত্রী আজমীরা (৩৫), মেয়ে কল্পনা (১৮) ও কনাকে (১২) শরীরের বিভিন্ন স্থানে কামড় দিলে তারা গুরুতর আহত হন।

এ সময় স্বজনরা তাদের লালপুর উপজেলা ¯া^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এব্যাপারে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম জানান, আহতদের মধ্যে কল্পনার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হতে পারে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button