নাটোর

নাটোরে ৬৫ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন হস্তান্তর

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

মুজিববর্ষ উপলক্ষে ও আত্ননির্ভরশীলতা সৃষ্টির লক্ষ্যে নাটোরে ৬৫ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে । আজ সোমবার নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় মেশিনগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও দূরদর্শর্ী নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিক পথ পরিক্রমায় ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০টি উন্নত দেশের মধ্যে একটি হবে। এই লক্ষ্য অর্জন দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে উন্নয়ন কাজে নিয়োজিত করা হচ্ছে। সকলের সম্মিলীত প্রচেষ্টায় আমরা আমাদের অভীস্ট লক্ষ্যে উপনীত হতে চাই।

নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভঅর মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জজকোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button