নাটোর

নাটোরে র‌্যাব-১২অভিযানে হেরোইন সহ আটক ২

মোঃমনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ১৯/১২/২০২২ ইং তারিখ ৫.১০ ঘটিকায় মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এর নেতৃত্বে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সাংবাদের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ৮ নং ওয়ার্ডস্থ নাটোর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে একটি বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত আসামীরা হলো, ১। মোঃ মোস্তাকিম হোসেন মুন্না(৩২), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- উত্তর বড়গাছা  ২। মোঃ শাহাদাৎ আলী(৩০), পিতা- মৃত সেকান্দার আলী, সাং-দক্ষীন বড়গাছা,  উভয় ০৮ নং ওয়ার্ড নাটোর পৌরসভার থানা ও জেলা-নাটোর। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোরসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button