নাটোর

নাটোরে পিপিআর ও খুরারোগ নিয়ন্ত্রন প্রকল্প চালুর দাবী

মোঃ মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

পিপিআর রোগ নির্মুল ও খুরারোগ নিয়ন্ত্রন প্রকল্প দেশব্যাপী সম্প্রসারণ ও এর ভ্যাক্সিনেটরদের মাসিক সম্মানীসহ ৬ দফা দাবীতে নাটোরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

আজ (১০ মে) মঙ্গলবার সকাল ১০টায় শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ ভলান্টিয়ার ভ্যাকসিনেটর এসোসিয়েসন, নাটোর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক আল মামুন সুমন, সদর উপজেলার সভাপতি মাহামুদুল হাসান। এসময় কেন্দ্রী কমিটির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আরমান,  সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

এসময় বক্তারা মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মুল ও খুরারোগ নিয়ন্ত্রন প্রকল্প সারাদেশ ব্যাপী সম্প্রসারণ, প্রকল্প স্থানীয় করণ, ভ্যাক্সিনেটরদের মাসিক সম্মানী এবং যাতায়াতের জন্য বাইসাইকেলসহ ৬ দফা দাবী জানান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button