নাটোররাজশাহী সংবাদসারাদেশ

নাটোরে কঠোর লকডাউন সফল করতে মাঠে রয়েছে প্রশাসন

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

করোনা সংক্রমন ও মৃত্যু হার রোধে সরকার ঘোষিত ৭ দিনের সর্বাত্মক কঠোর লকডাউনের দ্বিতীয় দিন সফল করতে নাটোরে মাঠে রয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, আজ ২ জুলাই শুক্রবার সকাল থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করেই শুরু হয়েছে সেনা, বিজিবি,র‍্যাব ও পুলিশ সদস্যদের টহল। শুধু জেলা শহরেই নয়, প্রতিটি উপজেলা পর্যায়েও তারা টহল দিচ্ছেন। পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ মাঠে রয়েছেন। জেলার প্রতিটি প্রবেশ মুখ চেকপোষ্টের মাধ্যমে রাস্তায় বের হওয়া মানুষ সহ গাড়ি তল্লাশী করা হচ্ছে।

এ দিকে সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, নাটোর সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনাসহ উপসর্গে আরো ২ জন মারা গেছেন। এই সময়ে নতুন করে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে আরো ৭৮ জন পজেটিভ শনাক্ত হয়েছে। সংক্রমনের হার ৪২ দশমিক ১৬ শতাংশ। জেলায় মোট মৃত্যু ৫৭ জন। সদর হাসপাতালের ৫০ বেডের করেনা ইউনিটে ৯১ জন রোগী ভর্তি রয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button