নাটোররাজশাহী সংবাদ

কৃষকের কল্যাণে চলনবিলে ৪৬০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

সংবাদ চলমান ডেস্ক:

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার কৃষি ও কৃষকদের কল্যাণে চলনবিলে ৪৬০ কোটি ব্যয়ে প্রকল্প অনুমোদন দিয়েছে। এতে কৃষকদের আর কোনো দুঃখ-কষ্ট থাকবে না।

 

তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনাতে পুরো পৃথিবী বিধ্বস্ত ও পৃথিবীর অর্থনীতি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে। তারপরও আল্লাহর রহমতে বাংলাদেশ সব দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

পলক বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় কৃষকদের তেল-সারের জন্য হাহাকার করতে হয়েছে। কিন্তু এখন কৃষকরা ন্যায্য মূল্যে সার পাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মো. রকিবুল হাসান, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী পলক ৬শত জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button