ঢাকাসংবাদ সারাদেশ

সাভারে একটি স্কুল লুটপাটসহ ভাঙচুর করেছে দুর্বৃওরা

মোঃ নাসিম খান, সাভার প্রতিনিধিঃ

সাভারে একটি কিন্ডার গার্ডেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি না হতে পারায় স্কুল ভাঙচুর করে লুটপাট করেছে দুর্বৃওরা।

আজ (২৯ মে) রবিবার ভোর রাতে পৌর এলাকার পশ্চিম রাজাশন এলাকায় সাভার মাইলস্টোন স্কুলে এ ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃওরা।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা বলছেন,সম্প্রতি পশ্চিম রাজাশন এলাকার মাইলস্টোন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন পৌর সভার আট নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া। এসময় ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পারায় স্কুলটির দিকে কু নজর পড়ে জমির হোসেন নামের এক বখাটে ব্যক্তির।

এর জের ধরে ভোর রাতে দুর্বৃওরা ওই স্কুলের তালা ভেঙ্গে অফিস রুমে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক লুটপাট করে সেই সাথে স্কুলটির বিদ্যুৎ সংযোগও বিছিন্ন করে দেয় দুর্বৃওরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে এঘটনার পর থেকে স্কুলটির কোমলমতি শিক্ষার্থী ও অভিবাবকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে এর আগে গতকাল স্কুলটির প্রধান শিক্ষক এস এম জাকারিয়াকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন অভিযুক্ত ব্যক্তি জমির হোসেন।

এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজহারুল ইসলাম বলেন,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button