ঢাকাসংবাদ সারাদেশসারাদেশ

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত এক আহত-১২

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আসলাম হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক ও সহকারী লোকামোস্টার সজিব মিয়া সহ আহত হয়েছেন প্রায় ১০-১২জন। ফলে ঐ রেলপথে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

আজ বুধবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের জয়দেবপুর বাজারের মুরগি ব্যবসায়ী ছিলেন। 

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, আজ ভোর ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছু দূর যাওয়ার পরপরই ইঞ্জিন সহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিএডি আরিফিন সিদ্দিক বলেন, ট্রেন দুর্ঘটনার ঘটনায় এক জন মারা গেছেন। এ ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক এবং সহকারী লোকোমাস্টার সজিব মিয়া সহ আহত হয়েছেন প্রায় আরো ১০ থেকে ১২ জনের মত।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button