ঢাকাসংবাদ সারাদেশসারাদেশ

গাজীপুরে কারাবন্দি স্ত্রীকে দেখতে এসে স্বামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীকে দেখতে এসে হেরোইনসহ এক দর্শনার্থী আমিনুল খন্দকারকে আটক করেছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার সাব ইন্সপেক্টর মো. লিটন হোসেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। আমিনুল খন্দকার মাদারীপুর সদরের কুলপরদী গ্রামের লাল মিয়া খন্দকারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আরপি চেকপোস্টে দিয়ে যাচ্ছিলেন আমিনুল। এ সময় সেখানে দায়িত্বে নিয়োজিত কারারক্ষীরা তার দেহ তল্লাশি করেন।

পরে আমিনুলের পকেট থেকে পাঁচ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় কোনাবাড়ি থানায় সংবাদ দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাব ইন্সপেক্টর মো. লিটন হোসেন বলেন, মঙ্গলবার সংবাদ পেয়ে আমিনুলকে থানা হেফাজতে নেয়া হয়েছে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে মাদক মামলায় বন্দি তার স্ত্রী শম্পা পারভীনের সঙ্গে সাক্ষাতের জন্য এসেছিলেন। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

গাজীপুর মেট্টোপলিটন কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, কারারক্ষীর মাধ্যমে খবর পেয়ে ওই দর্শনার্থীকে থানা হেফাজতে নেয়া হয়েছে।

শম্পা পারভীনের গ্রামের বাড়ি যশোর কোতোয়ালী থানার চুরামন কাঠি এলাকার বাসিন্দা। মোহাম্মদপুর থানায় মাদক মামলায় গ্রেফতার হয়ে তিনি ঢাকা থেকে কাশিমপুর মহিলা কারাগারে স্থানান্তরিত হন। উদ্ধার হওয়া হিরোইন ওজন কাগজসহ ৭০গ্রাম। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button