ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

হরিপুরে ডাকাতির ঘটনায় মূলহোতা গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের জেলার হরিপুর উপজেলায় ডাকাতির ঘটনায় মূলহোতা আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পিতা নওশাদ আলীসহ মোট চার জনকে ধরেছে পুলিশ।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরঙ্গজেব জানান, শনিবার (২০ মার্চ) গভীর রাতে ঠাকুরগাঁও শহরের দক্ষিণ বঠিনা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মূলহোতা আনোয়ার হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়। তার সাথে আনোয়ারের পিতা নওশাদ আলী, সাহাবুদ্দিন ও মুনিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

আনোয়ার হোসেন হরিপুর উপজেলার শিয়াল্লড় গ্রামের নওশাদ আলীর ছেলে।

ওসি এস এম আরঙ্গজেব জানান, ১৯ মার্চ দিবাগত রাত ২টার দিকে উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামের জাহিদুল ইসলাম জাহিদের বাড়িতে সন্ত্রাসী স্টাইলে ডাকাতি করে একদল ডাকাত। এ ঘটনায় নগদ ৪ লক্ষ টাকা, ৬ ভরি স্বর্ণলংকারসহ প্রায় ৮ লক্ষ টাকা মূল্যে জিনিসপত্র নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় থানায় মামলা হয়। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে আনোয়ারকে সহ মোট ৪ জনকে ধরা হয়েছে।

আওরঙ্গজেব আরও বলেন, আনোয়ার হোসেনসহ অজ্ঞাত ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button