মোহনপুররাজশাহী সংবাদ

রাজশাহীর মোহনপুরে পরীক্ষা কেন্দ্রে শিক্ষককে মারপিট, দুই শিক্ষার্থীর কারাদণ্ড

মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে এক শিক্ষককে মারপিটের অভিযোগে দুই শিক্ষার্থীকে ১ বছর করে বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত ওই দুই শিক্ষার্থীরা হচ্ছে, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা হরিদাগাছি গ্রামের রুবেল হোসেন ছেলে নাদিম (২০), ও ইদ্রিস আলীর হোসাইন (২১)। তারা দুজনই কেশরহাট ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র।

জানা গেছে, নাদিম ও ইদ্রিস এসএসসি পরীক্ষা শেষ হওয়া মাত্রই ১৪৪ ধারা আইন ভঙ্গ করে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে। ওই সময় দায়িত্বরত আক্তারুল ইসলাম নামের এক শিক্ষক বাধা দিলে তাকে জামার কলার ধরে মারপিট শুরু করে। পুলিশ গিয়ে তাদের আটক করে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন।

পরে নির্বাহী অফিসার সানওয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই শিক্ষাথীকে বিনাশ্রমে ১ বছর করে সাজা প্রদান করেছেন।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, আসামিদেরকে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button