ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তের স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ভূমিগ্রাসীদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবিতে র‌্যালি ও স্মারকলিপি প্রদান করেছে ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ।

আজ বৃহস্পতিবার ২৭ মে দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিএ-র কার্যালয়, পীরগঞ্জ রোড ঠাকুরগাঁওয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। র‌্যালি শেষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে ভূমিহীন নেতারা সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ভূমিহীন নেতা রাজকুমার রায়, জমশেদ আলী, আইনজীবী আশিকুর রহমান রেজভী, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটের সভাপতি এমদাদুল ইসলাম ভূট্টো, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক প্রমুখ।

মাদারগঞ্জ গ্রামের ভূমিহীন তানজিলা বলেন এক শতক খাস জমিতে কোনভাবে ঠায় গুজায় আছি। সেখান থেকে হামাক যখন তখন উঠে যেতে বলে। পরিবার পরিজন নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।কেননা আমার এক ফোটা জমি নাই, কোথায় যাবো আমরা। একই কথা বলেন দিপালী রাণী সাহা, নিরলা রায়সহ অনেকে। ভূমিহীন নেতা জমশেদ আলী বলেন প্রভাবশালীরা খাস জমি দখল করে থাকলেও সেগুলো উদ্ধারে সরকারের কোন উদ্যোগ নাই।

গরীব মানুষ অল্প একটু জমিতে কোন মতে ঠায় গুজায় আছে সেগুলো নিয়ে যত মাথা ব্যাথা। তিনি স্থানীয় প্রশাসনের প্রতি উদ্দেশ্য করে বলেন প্রভাবশালীদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত করা হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button