রাজশাহীরাজশাহী সংবাদ

রাবিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উদ্ভাবন এবং চাকুরি মেলা অনুষ্ঠিত

রাফিকুর রহমান লালু:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উদ্ভাবন ও চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকাল ১০:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘মোবাইল অ্যাপস, গেইম এবং জব ফেস্টিভ্যাল ২০২৩’ শীর্ষক দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ওসমান গণি তালুকদার। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও এ্যাপস এর দক্ষতা উন্নয়ন প্রকল্প পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানের পর তিনটি সেশনে যথাক্রমে রাবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. ওমর ফারুক, টিম এসোসিয়েটসের সিইও পুলক রাহা এবং ইয়েস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাহাত হোসেন পল্লব বকৃতা করেন। অনুষ্ঠানে ভিডিও চলচ্চিত্র এবং এনিমেশন ছবিও দেখানো হয়েছে।

এ আয়োজনে বাংলাদেশের খ্যাতনামা ২০টিরও অধিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button