চাপাই নবাবগঞ্জচাপাইনবাবগঞ্জ

শাশুড়ি হত্যায় মেয়ে জামাইসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

১৭ জুন বুধবার চাঁপাইনবাবগঞ্জে নিজ ঘরে বৃদ্ধা রোকেয়া বেগমকে হত্যার ঘটনায় তার চার সৎ জামাইসহ আটজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ কাঠা জমির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়। এক বছর আগে রোকেয়ার স্বামীকেও হত্যা করেছিলো তার এক মেয়ের জামাই।

গতকাল বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এসপি এএইমএম আব্দুর রকিব।

তিনি আরো জানান, রোকেয়া বেগমকে হত্যার মিশনে চার সৎমেয়ের জামাই ও আরো চার ভাড়াটে খুনি অংশ নেন। তাদের মধ্যে সেকেন্দার আলী নামে এক মেয়ে জামাই ও আরো ভাড়াটে খুনিকে পুলিশ আটক করে মঙ্গলবার রাতে। পরে তাদের তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সেকেন্দার আলী হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, রোকেয়া বেগমের বাড়ি ও বাড়ির পাশের ১৬ কাঠার একটি জমি নিয়ে সৎমেয়ের জামাইদের সঙ্গে তার বিরোধ চলছিলো। এ রাগেই তাকে হত্যা করা হয়। সেকেন্দার গত বছর তার শ্বশুর শুকুরদি মণ্ডলকে শ্বাসরোধ করে হত্যা করে। তখন ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হলেও সেকেন্দার পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে।

গত ১৩ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকরা গ্রামের নিজ বাড়ি থেকে রোকেয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button