চাপাইনবাবগঞ্জনাটোররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রামেকে করোনায় মৃত্যু ৮ জন

নিজস্ব প্রতিবেদকঃ

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪ ঘণ্টায় রাজশাহীর ও নাটোরের ৩ জন করে এবং কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন করে মারা গেছেন। এরমধ্যে রাজশাহী ও কুষ্টিয়ার ১ জন করে ২ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৬ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত ৮ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন নারী। চলতি মাসে এ নিয়ে মোট ১১৪ জনের মৃত্যু হলো। হাসপাতালটিতে এর আগে আগস্টে ৩৬৪ জন মারা গেছেন।

পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। ছাড়পত্র পেয়েছেন ৭ জন। আজ শনিবার সকাল ৮ টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১২৮ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ২৪০টি।

গতকাল শুক্রবার রাজশাহী জেলার মোট ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সংক্রমণের হার ৬ দশমিক ৬৬ শতাংশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button