রাজশাহী সংবাদ

রাজশাহী কলেজে অ্যালামনাইয়ের বর্ণিল মঞ্চ মাতালেন জেমস

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজে দেশে প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে দুদিনব্যাপী বৃহদ অ্যালামনাই অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে রাজশাহী কলেজে অ্যালামনাইয়ের বর্ণিল মঞ্চ মাতালেন উপমহাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস।

তার গাওয়া কয়েকটি গানে উপস্থিত দর্শকদের মন মেতে ওঠে। তার গানের সাথে তাল মিলিয়ে উৎসুক হয়ে ওঠে রাজশাহী কলেজের আনাচে-কানাচে।

আর বন্ধুদের সাথে মেতে ওঠে সাবেক-বর্তমান শিক্ষার্থীরাও। এ যেন হিম শীলত ঠান্ডায় উপেক্ষা করে এক বন্ধুতের এক অমলীন বন্ধনের স্মৃতি চারণ।

এদিকে,   সন্ধ্যায় রাজশাহী কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী এর উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সাবেক-বর্তমান শিক্ষার্থীরাসহ অতিথিরা।

রাজশাহী কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নানা পরিবেশনা, গান, নৃত্যনাট্য, যন্ত্র সঙ্গীত, আংশিক নাটক, কবিতা আবৃতি ইত্যাদি পরিবেশনের পরপরই সঙ্গীত পরিবেশন করেন ব্যান্ড শিল্পী জেমস।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠাননের প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ মাহাতাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী কলেজ অধ্যক্ষ হবিবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এর আগে শুক্রবার সকালে দুইদিনব্যাপী রাজশাহী কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজে (এইচএসসি) পর্যায়ের সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন- রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। অনুষ্ঠোনে বক্তব্য দেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (এমপি), তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি), নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা।

এর আগে, অ্যালামনাই অনুষ্ঠানে উদ্বোধনী দিনে বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে প্রতিটি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। দেশের সর্বপ্রথম এইচএসসি অ্যালামনাই এবং সর্ববৃহৎ অ্যালামনাই এটি বলে দাবি করেছেন আয়োজকরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button