চাপাইনবাবগঞ্জরাজশাহীসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীতে অস্ত্র, জাল নোট সহ মাদক কারবারি গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল ২৯ ডিসেম্বর ১১.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন নন্দীপুর ইউনিয়নের নওদামিশন গ্রামস্থ আড্ডা টু রহনপুরগামী পাঁকা রাস্তা সংলগ্ন মিশন মোড়ের উপর অপারেশন পরিচালনা করে ১ টি লোহার তৈরী পিস্তল, পিস্তলের বাটের দুই পার্শ্বে বিশেষ গ্রীপার সংযুক্ত এবং তাতে হ্যামার, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত, ১ টি লোহার তৈরি পিস্তলের ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২টি এক নলা বিশিষ্ট ওয়ান শুটার গান, ১ টি দেশীয় লোহার তৈরী ১ নলা বিশিষ্ট ওয়ান শুটার গান, ১ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল, যার ওজন ১০০ মি.লি এবং মূল্য অনুমান= ১৫০০/-(এক হাজার পাঁচশত টাকা) ।

অপরদিকে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে বাংলাদেশী পাঁচশত টাকার ১০টি জাল নোট= ৫,০০০/-(পাঁচ হাজার টাকা) যার গায়ে বাংলাদেশ ব্যাংক, পাঁচশত টাকা, বঙ্গবন্ধুর, জাতীয় স্মৃতিসৌধের ছবি সম্বলিতসহ অনেক কিছু লেখা আছে, ২ পুরাতন মডেলের বাটন মোবাইল ফোন অস্ত্র, মাদক ও জাল টাকা চোরাকারবারি কাজে ব্যবহৃত ১টি সীমকার্ড সংযুক্তসহ ধৃত আসামী মোঃ জাকারিয়া ইসলাম (২১), পিতা মোঃ তোফাজ্জল ইসলাম, মাতা মোছাঃ সানোয়ারা বেগম, সাং দাতপুর, থানা পবা, জেলা রাজশাহী মহানগরী থেকে গ্রেফতার পূর্বক ঘটনাস্থলে সাক্ষীসহ অনেকের উপস্থিতিতে তার ব্যাগ ও দেহ তল্লাশী করিয়া উল্লেখিত আলামতসমূহ ধৃত আসামীর হেফাজত হতে উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন নন্দীপুর ইউনিয়নের নওদামিশন গ্রামস্থ আড্ডা টু রহনপুরগামী পাঁকা রাস্তা সংলগ্ন মিশন মোড়ের উপর ১ জন ব্যক্তি মাদকসহ অবস্থান করছে।

বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে একই তারিখ ১১.৩০ ঘটিকায় ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন নন্দীপুর ইউনিয়নের নওদামিশন গ্রামস্থ আড্ডা টু রহনপুরগামী পাঁকা রাস্তা সংলগ্ন মিশন মোড়ের উপর পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি তার ডান হাতে থাকা লাল ও সাদা রংয়ের ১টি শপিং ব্যাগসহ কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।

ধৃত আসামী মোঃ জাকারিয়া ইসলাম (২১) কে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেন যে, অবৈধভাবে উল্লেখিত অস্ত্র, মাদক ও জালনোট সংগ্রহ করিয়া বিক্রয়ের ও সরবরাহের উদ্দেশ্যে ঘটনাস্থলে নিজ হেফাজতে রেখেছে এবং ধৃত আসামী মোঃ জাকারিয়া ইসলাম (২১) উক্ত উল্লেখিত আলামত সমূহ নিজ হেফাজতে রেখে অপঃ, ১৮৭৮ এর ১৯ অ/১৯ (ভ) ধারা ও অপঃ ১৯৭৪ এর ২৫-ই(১)(ন) ধারা এবং স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ২৫-অ ধারার অপরাধ করায় তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button