খেলাধুলা

ভারত-পাকিস্থান সিরিজ নিয়ে গাভাস্কার-শোয়েব কথার লড়াই

স্পোর্টস্ ডেস্কঃ

ক্রিকেট দুনিয়ার চির প্রতিদ্বন্দী ভারত-পাকিস্থান। কিন্তু প্রতিদ্বন্দী হলেও খেলোয়ারদের মধ্যে সোহার্দবোধ কখনই কমেনি।  খেলা নিয়ে আলোচনা শুরু হয় ক্রিকেট তারকা শোয়েব আক্তার ও শুনীল গাভাষ্কার এর মধ্যে।  শুরুটা শোয়েব আখতারই করেছিলেন। তিনি বলেছিলেন, করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটা ভারত-পাকিস্তান সিরিজ হতে পারে। তার আবার জবাব দেন সুনীল গাভাস্কার। সেই নিয়ে দুই জনের মজার কথার লড়াই শুরু হয়েছে। গতকালও চলেছে এই কথার লড়াই।

শোয়েব আখতারের কথার জবাবে গাভাস্কার মন্তব্য করেন রমিজ রাজার কাছে। রমিজের উপস্থাপিত একটা অনুষ্ঠানে সুনীল গাভাস্কার বলেন, ‘এই সিরিজকে এখন লক ডাউন করে ফেলা উচিত। ভারত-পাকিস্তানের সিরিজ আয়োজনের চেয়ে আপাতত লাহোরে তুষারপাত হওয়ার সম্ভাবনা বেশি।’

গাভাস্কারের সেই মন্তব্যের জবাব শোয়েব দেন টুইটারে। শোয়েব লেখেন, ‘সানি ভাই (গাভাস্কারের ডাক নাম ‘সানি’), গত বছর কিন্তু সত্যিই লাহোরে তুষারপাত হয়েছিল! তো, অসম্ভব বলে কিছু নেই।’ এই কথায় দারুণ মজা পেয়ে গাভাস্কার ভারতীয় এক দৈনিকে নিজের কলামে শোয়েবকে নিয়ে লিখেন, ‘একজন ফাস্ট বোলার, যার রসবোধ ভালো। দারুণ, খুব ভালো লেগেছে!’ গাভাস্কারের এই কথার প্রতিক্রিয়াও শোয়েব জানাতে দেরি করেননি টুইটারে, ‘ভালোবাসাটুকুর জন্য কৃতজ্ঞতা সানি ভাই। উপমহাদেশের সব ক্রিকেটার আপনাকে অনুসরণ করে।’

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button