খেলাধুলা

ভারতকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

চলমান ডেস্ক: টি-২০ সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হবার পর এবার দুর্দান্ত এক প্রতিশোধ নিলো নিউজিল্যান্ড। ব্লাক ক্যাপার্সরা ভারতকে হোয়াইটওয়াশ করে জিতে নিলো ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।

শেষ ম্যাচে ভারতের দেয়া ২৯৬ রানের টার্গেট তাড়া করে মাত্র ৫ উইকেট হারিয়ে প্রায় তিন ওভার হাতে নিয়ে বিজয় অর্জন করে নিলো নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন নিকোলাস। তার ওপেনিং পার্টনার মার্টিন গাপ্টিল করেন ৬৬ রান। ওপেনারদের স্বল্প বল খরচে করা এই সংগ্রহের উপর ভিত্তি করে অনায়াসে জিতে যায় কিউইরা। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন যুবেন্দ্র চাহেল।

এদিকে কেএল রাহুলের সেঞ্চুরির ওপর ভর করে ২৯৬ রানের টার্গেট দেয় ভারত। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন হামিশ বেনেট।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button