খেলাধুলা

বার্সার বড় জয়ের দিনে রিয়ালের হার

চলমান ডেস্ক: লা লিগায় নিজেদের মাঠে হেরে গেলে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে লেভান্তের বিপক্ষে ১-০ গোলে হেরেছে রিয়াল। ম্যাচের একমাত্র গোলটি করেন হোসে মোরালেস।

গত সপ্তাহে সেল্তার সঙ্গে ঘরের মাঠে ২-২ ড্র করেছিল জিনেদিন জিদানের দল।

দিনের আগের ম্যাচে এইবারকে ৫-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে বার্সেলোনা। রিয়ালের সামনে সুযোগ ছিল শীর্ষস্থান পুনরুদ্ধারের; কিন্তু উল্টো হেরে বসল তারা। ২৫ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৫৫। ২ পয়েন্ট কম নিয়ে পিছিয়ে রিয়াল।

ম্যাচের একাদশ মিনিটে এগিয়ে যেতে পারতো রিয়াল। কিন্তু গোলরক্ষক আইতর ফের্নান্দেসকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি করিম বেনজেমা। পরমুহূর্তে ইসকোর শটও ঠেকিয়ে দেন স্প্যানিশ এই গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও একইভাবে আধিপত্য ধরে রাখে রিয়াল। কিন্তু বারবার আক্রমণের শেষ ধাপে গিয়ে তাদের খেই হারানোর দৃশ্য ছিল দৃষ্টিকটু। এর মাঝে ৬৭তম মিনিট বেশ বড় এক ধাক্কা খায় দলটি। আবারো চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন দীর্ঘদিন পর কদিন আগে ফেরা এদেন আজার।

প্রতিপক্ষের আক্রমণের ঝাপটা সামলে মাঝে মধ্যে পাল্টা আক্রমণে উঠছিল লেভান্তে। তেমনই অতর্কিত এক আক্রমণে ৭৯তম মিনিটে গোল আদায় করে নেয় তারা। সতীর্থের ডি-বক্সে বাড়ানো থ্রু বল প্রথম ছোঁয়ায় উচু জোরালো শটে ঠিকানা খুঁজে নেন হোসে মোরালেস।

দুই মিনিট পর সমতা টানার সুবর্ণ সুযোগ নষ্ট করেন বেনজেমা। বাঁ দিক থেকে ভিনিসিউস জুনিয়রের ছোট ডি-বক্সের মুখের বাড়ানো বলে আলতো টোকা দিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড, স্লাইড ট্যাকলে প্রতিহত করেন ডিফেন্ডার গনসালেস।

লিগে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল রিয়াল। এর আগে সবশেষ তারা হেরেছিল গত ১৯ অক্টোবর, রিয়াল মায়োর্কার মাঠে ১-০ গোলে।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠে খেলবে রিয়াল। এর চার দিন পর রোববার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে মাদ্রিদের দলটি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button