আন্তর্জাতিক

১৫৯ জন বাংলাদেশি কাতার থেকে দেশে ফিরলেন

সংবাদ চলমান ডেস্কঃ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাতারের দোহায় আটকেপড়া ১৫৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার সকাল সাতটার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করে। কোভিড-১৯ সময়কালীন ইউএস-বাংলা এয়ারলাইন্স চেন্নাই, কলকাতা, দিল্লী, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ফ্রান্সের প্যারিসে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ১৫৯ বাংলাদেশি আসার তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফ্লাইটটিতে আসা সবাই দোহা থেকে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেন।তাই কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।করোনা প্রাদুর্ভাবের কারণে কাতারে বিভিন্ন কাজে গিয়ে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট বন্ধ থাকায় তারা দীর্ঘদিন ধরে ফিরতে পারছিলেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কাতার দূতাবাসের সহযোগিতায় অবশেষে বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার দেশে ফেরেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button