আন্তর্জাতিকসংবাদ সারাদেশসারাদেশ

সোমবার রোজা শুরু সৌদি আরবে

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে সোমবার থেকে রোজা শুরু হবে। সেই হিসেবে রোববার রাতেই তারাবিহ নামাজ পড়া হবে।

রোববার স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চাঁদ দেখার পর সৌদি চাঁদ দেখা কমিটি এক ঘোষণায় জানায়, সোমবার পবিত্র রমজান মাস শুরু হবে।

সৌদি সুপ্রিম কোর্টের মতে, রোববার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়েই শাবান মাস শেষ হলো, শুরু হলো মাহে রমজান।

কয়েক ঘণ্টা আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেই রমজানের তারিখ ঘোষণা করে। এই চারটি দেশই জানিয়েছে, মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

রোববার অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ও ফতওয়া অ্যান্ড শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সমন্বয়ে দেশটির গ্র্যান্ড মুফতি নিশ্চিত করেন যে, সোমবার হবে শাবান মাসের শেষ দিন। সেই হিসেবে মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।

ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠা সাপেক্ষে অস্ট্রেলিয়া প্রায়ই বিশ্বের প্রথম দেশ হিসেবে রমজান শুরুর ঘোষণা দেয়। অস্ট্রেলিয়া যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য অনেক দেশের তুলনায় এর সময় এগিয়ে থাকে, তাই প্রায়ই পশ্চিম গোলার্ধের দেশ গুলোর তুলনায় এখানে ইসলামিক চন্দ্র মাস আগে শুরু হয়।

ব্রুনেইতে চাঁদ দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার রমজান মাস শুরু হবে। মালয়েশিয়ায়ও চাঁদের দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ও ঘোষণা দিয়েছে যে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ। তাই মঙ্গলবার রমজান মাসের প্রথম দিন।

এদিকে আরব বিশ্বের অন্য দেশ গুলোর চাঁদ দেখা কমিটিগুলো রোববার মাগরিবের নামাজের পর রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। সৌদি আরবের রয়্যাল কোর্ট সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা গেলে সে খবর জানানোর জন্য সরকারি ফোন নম্বরও দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোজা শুরুর দিনও জানা গেছে। ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা’র (এসিএনএ) মতে, যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশ গুলোতে অস্ট্রেলিয়ার একদিন আগেই অর্থাৎ সোমবার থেকেই রোজা শুরু হবে। উত্তর আমেরিকার দেশ গুলোতে রোববার (১০ মার্চ) রাতে প্রথম তারাবি নামাজ পড়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button