আন্তর্জাতিকস্লাইডার

রমজান মাস সামনে রেখে মসজিদে জামাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান

সংবাদ চলমান ডেস্কঃ

মহামারি প্রানঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে কিছু শর্ত বেধে দিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান। শনিবার প্রধানমন্ত্রী আরিফ আলভির সঙ্গে ধর্মীয় নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আসন্ন রমজান মাস সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

শর্তগুলো হলো: জামাতে অংশগ্রহণকারীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া জামাতে দাঁড়াতে হলে পরস্পর থেকে কমপক্ষে ছয় ফুট দূরে দাঁড়াতে হবে। আর মসজিদ কর্তৃপক্ষ নিয়মিতভাবে চত্বরটি জীবাণুমুক্ত করবে। এই সব শর্ত মেনে চলা না হলে জামাতের ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

পাকিস্তানে এখন পর্যন্ত ৭ হাজার ৬৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১৪৩ জনের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, জনসমাগম হলে ভাইরাসটির সংক্রমণ বেড়ে গিয়ে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দিতে পারে।

গত মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশ জুড়ে চলা লকডাউন আরো ১৪ দিন বাড়ানোর ঘোষণা দেন। তবে অত্যাবশ্যকীয় শিল্প এর আওতার বাইরে থাকবে। আগামী মে মাসের মাঝামাঝিতে পাকিস্তানে করোনাভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী বলে জানা যায় ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button