আন্তর্জাতিক

ভয়াবহ বন্যা দক্ষিণ আফ্রিকায়, মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৪৩

আন্তর্জাতিক ডেস্কঃ

ভয়াবহ প্রবল বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলের মানুষগুলো। অব্যাহত বন্যার মধ্যেই ভারী বৃষ্টিপাতের ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে চারশো ৪৩ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরো অনেকেই।এবং বাস্তচ্যুত হয়েছেন প্রায় অর্ধ লক্ষাধিক।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। দেশটির জরুরি সেবা বিভাগ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল (কেজিএন) প্রদেশে উচ্চ সতর্কতা জারি করেছে। সেখানে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চার হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

আফ্রিকার ব্যস্ততম বন্দর নগরি দুর্বানে বহু ঘরবাড়ি, স্থাপনা বিধ্বস্ত হয়েছে। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বহু মানুষ। একজন প্রাদেশিক কর্মকর্তা ধারণা দিয়েছেন যে, শুধু অবকাঠামো খাতে ক্ষয়ক্ষতি প্রায় ১০ বিলিয়ন ডলার।

কেজিএন রাজ্যের প্রধান সিহলে জিকালালা জানান, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৩ জনে। ৬৩ জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি বলেও জানান তিনি। জিকালালা এক টেলিভিশন বক্তব্যে বলেছেন, ইতিহাসে এই প্রথমবার সবচেয়ে ভয়াবহ দুর্যোগে পড়েছে তার রাজ্য।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button