আন্তর্জাতিক
ভারতে ভূমিধসে নিহত-৩৬
সংবাদ চলমান ডেক্সঃ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বর্ষণ ও ভূমিধসের ঘটনায় উত্তর-পূর্ব ভারতের ৪টি রাজ্যে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল মিজোরামেই মৃত্যু হয়েছে ২৭ জনের।
আজ বুধবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মঙ্গলবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় চারটি রাজ্যে ভারী বর্ষণ ও ভূমিধসে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। একই সঙ্গে এই অঞ্চলের ৮টি রাজ্যে সড়ক ও রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রাও স্থবির হয়ে পড়েছে বলে জানান তারা।
এনডিটিভি বলছে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে কেবল মিজোরামেই ২৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রাজ্যটির আইজল জেলায় একটি খনি ধসে ২১ জন মারা গেছে। এছাড়া নাগাল্যান্ডে ৪ জন, আসামে ৩জন এবং মেঘালয়ে ২ জন মারা গেছে।





