নাটোরসংবাদ সারাদেশ

নাটোরের গুরুদাসপুর চাপিলা ইউপিতে চোলাই মদ উৎপাদন ও বিক্রয়ের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুর চাপিলা ইউপিতে চোলাই মদ উৎপাদন ও বিক্রয়ের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে জেলা প্রশাসন।

আজ রোববার নাটোরের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুমা খাতুনের নেতৃত্বে গুরুদাসপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার পাইকপারা ও গজেন্দ্র চাপিলায় চোলাই মদ উৎপাদন ও বিক্রয় করার অপরাধে তিন ব্যক্তিকে তিনটি মামলায় সাজা প্রদান করা হয়।

এদের মধ্যে একজনকে ২ বছরের কারাদণ্ড ও ৫০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড এবং বাকি দুই জনের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এসময় তাদের নিকট হতে আনুমানিক সাড়ে তিন হাজার লিটার চোলাই মদ জব্দ ও বিনষ্ট করা হয়। অভিযানে র্যাব-৫ এর একটি দল সহযোগিতা করে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button