আন্তর্জাতিক

পাকিস্তানি বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

সংবাদ চলমান ডেস্ক : পাকিস্তানের বিমানবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের একটি যুদ্ধবিমান (এফটি-৭) বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি জেলায় এ ঘটনা ঘটেছে। দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। খবর ডন অনলাইনের।

নিহতদের মধ্যে একজন বাহিনীটির স্কোয়াডন লিডার হারিস বিন খালিদ অন্যজন ফ্লাইং অফিসার ইবাদুর রহমান। বিমানবাহিনীর সদর দফতর থেকে দুর্ঘটনার কারণ অনুন্ধানে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত কারণ অনুন্ধানের জন্য আদেশ দেয়া হয়েছে।

এর আগে সর্বশেষ বিমান দুর্ঘটনা ঘটে ২০১৯ সালের অক্টোবর মাসে। পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ধানক্ষেতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। সে সময় দুই পাইলট প্রাণে বেঁচে যান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button