আন্তর্জাতিক

নৌকা ডুবিতে ভূ-মধ্যসাগরে নিখোঁজ ৩৭

সংবাদ চলমান ডেক্সঃ

ইতালি-তিউনিসিয়ার মাঝামাঝি ভূ-মধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ৩৭ নিখোঁজ রয়েছেন। তবে কপালজোরে জীবিত উদ্ধার হয়েছেন কয়েকজন। গতকাল শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, নৌকা ডুবির ঘটনায় বেঁচে যাওয়া আরোহীরা সবাই সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বাসিন্দা। গত (২২ জুন) গভীর রাতে তারা ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছান। এর আগে একটি জাহাজ তাদের নৌকা ডুবির স্থান থেকে উদ্ধার করে।

জীবিত আরোহীরা জানিয়েছেন, তারা মোট ৪৬ জন তিউনিসিয়ার স্ফ্যাক্স বন্দর থেকে ইতালির উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। তবে প্রবল বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়।

এই ৪ অভিবাসন প্রত্যাশীর মতে, তাদের সাথে থাকা আরো ৪-৫ জনকে আরেকটি জাহাজে তুলে নিয়েছিল। বাকি ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে ৭জন নারী এবং একটি শিশুও ছিল।

এর আগে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনও দুর্ঘটনার বিষয়ে একই তথ্য দিয়েছিল। তবে তারা নিখোঁজদের সংখ্যা ৪০ বলে উল্লেখ করেছিল জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button