আন্তর্জাতিক

এবার করোনার নকল টিকা বানালেন পানি ও স্যালাইন দিয়ে

সংবাদ চলমান ডেস্কঃ

কং নামে চীনের এক ব্যক্তি পানি ও স্যালাইন দিয়ে নকল করোনা টিকা বানাতে ।আর এ টিকা বানিয়ে বিক্রি করে লাখ লাখ ডলার আয় করেছেন তিনি। তাকে গ্রেফতারের পর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

নিজের তৈরি টিকা বানানোর আগে সত্যিকারের টিকা প্যাকেজিং ডিজাইন নিয়ে রীতিমতো গবেষণা চালান। পরে ৫৮ হাজারের বেশি নকল টিকার ডোজ বানিয়েছেন তিনি।

সেই টিকার একটি চালান বিদেশি পাচারও করেছে কং। কিন্তু কোথায় সেই চালান পাঠানো হয়েছে, তা জানা যায়নি। এর আগে একই ধরনের ঘটনায় আরও ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ২০টির বেশি মামলা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, কং ও তার দল গত বছরের আগস্টের দিকে সিরিঞ্জ বোতলের ভেতরে স্যালাইন ও মিনারেল পানি ভরে টিকা হিসেবে বাজারজাত করেন। এভাবে তারা ২৭ লাখের বেশি ডলার হাতিয়ে নেন। গত বছরের নভেম্বর মাসে নকল টিকার ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়। আসল প্রস্তুতকারকদের অভ্যন্তরীণ চ্যানেলগুলো ব্যবহার করে নকল এই টিকাগুলো বিক্রি করা হয়েছিল।

নকল টিকাগুলো বেশি দামে বিভিন্ন হাসপাতালে বিক্রি করা হয়। আরও কিছু অপরাধী গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নকল টিকা সরবরাহ করে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button