আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২

সংবাদ চলমান ডেস্কঃ

গত শুক্রবার তুরস্কের এজিয়ার অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে আহত হয়েছেন ৯৪০ জন। শুক্রবার তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমির প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে।

গতকাল রবিবার হতাহতের নতুন সংখ্যার কথা জানিয়েছে তুর্কি দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা বিভাগ। -খবর বার্তা সংস্থা এপির।

শুক্রবার বিকেলে ভূমিকম্পটি আঘাত হানার পর উদ্ধার অভিযান শুরু হয়। রোববারও উদ্ধার অভিযান চলে। যা এখনো অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে  ৬২ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। এছাড়া এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়। গতকাল তিন শিশুসহ এক মাকেও উদ্ধার করা হয়েছিল। তবে জীবিত মানুষের চেয়ে প্রতিদিন অনেক মরদেহ উদ্ধার হচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ভূমিকম্পে যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তাদের জন্য দ্রুত নতুন বাড়ি নির্মাণ করা হবে।

ঘরবাড়ি হারনো মানুষদের জন্য অস্থায়ী বসতি এবং খাবার রান্নার ব্যবস্থা করা হয়েছে।

তুরস্ক বিশ্বের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি। বেশ কয়েকটি ফল্ট লাইনে দেশটি অবস্থিত। এ কারণে অতীতে ভয়াবহ ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশটি বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button