দূর্গাপুর

দূর্গাপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

 এইচ এম রাশেদ দূর্গাপুর প্রতিনিধিঃ

রাজশাহীর দূর্গাপুর পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৪৩জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতাকারী প্রার্থীদের মধ্যে মনোনয়ন পত্রে স্বাক্ষর না থাকা ও ঋনখেলাপীর দায়ে ২জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়া মেয়র পদে ৪জন প্রতিদ্বন্দিতাকারী আওয়ামী লীগ সমর্থিত তোফাজ্জল হোসেন, বিএনপি সমর্থিত জার্জিস হোসেন সোহেল, জাতীয় পার্টির সমর্থিত হুমায়ন কবীর এবং স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সান্টু’র মনোনয়পত্র বৈধতা দেওয়া হয়েছে।

ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান সাথে কথা বলা হলে তিনি বলেন, মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে দূর্গাপুর পৌরসভার ১নং ওয়ার্ড দেবীপুরের মাহাতাব আলী ঋণখেলাপীর দায়ে ও সংরক্ষিত আসন ৪.৫.৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী জলিদা বেগমের মনোনয়ন পত্রে স্বাক্ষর না থাকায় প্রার্থীতা বাতিল করা হয়েছে। বাকি ৪১জন পুরুষ ও নারী কাউন্সিলর প্রার্থীকে বৈধতা দেওয়া হয়েছে।

এছাড়া মেয়র পদে ৪জন প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের বৈধতা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারী।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button