দূর্গাপুর

দুর্গাপুরের তাহেরপুরে ৪ জনকে কুপিয়ে জখম

এইচ এম রাসেদ স্টাফ রিপোর্টারঃ

দুর্গাপুরের ১ নং নওপাড়া ইউনিয়নের পুরান তাহেরপুর গ্রামে ৪ জনকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। গত ২৮জানুয়ারি তারিখে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায় যে, ভুক্তভোগী আল আমিন (৩৫) বলেন, আমি নিজের পান বরজে পান ভাঙ্গতে আসি। এতে পাশের বাড়ির আক্কাসের (৫৫) ছেলে রুবেল (২৫) পূর্ব শত্রুতার জের ধরে রুবেল (২৫) পিতা আক্কাস (৫৫) পলি (৩৩) পিতা আক্কাস এবং রমেলা (৪০) স্বামী আক্কাস মিলে হঠাৎ করে দা, হাসুয়া,কোদাল এবং ধারালো অস্ত্র দিয়ে আল আমিন (৩৫) পিতা শাবদুল মন্ডল (৫২) শুভ (২৬) পিতা সাইদুর (৪৫) এবং আব্দুলের ছেলে বাবু কে রুবেল সহ ৪/৫ জন মিলে অতর্কিত ভাবে আক্রমণ করে তাদেরকে কুপিয়ে জখম করেন। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয় এতে পরিস্থিতি অনুকূলে না থাকায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিষয়ে ভুক্তভোগীর সাথে কথা বলা হলে সংবাদ চলমান ও দুর্গাপুরের সাংবাদিকদের জানান যে, রুবেল সহ তাদের সকলের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা করা হবে।এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ বা মামলা করা হয়নি, হলে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button