রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় আবু সালেক (৩৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় দিপু নামের একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
আজ রবিবার দুপুর আড়াই টার দিকে বানেশ্বর পোল্লাপুকুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সালেক বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আহত দিপু নওগাঁ মান্দা এলাকার ফেরদৌস আলীর ছেলে। তারা দুজনে মোটরসাইকেল আরোহী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রবিবার দুপুর আড়াই টার দিকে বানেশ্বর পোল্লা পুকুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে অজ্ঞাত ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে গতি বাড়িয়ে দ্রুত পালিয়ে যায়।
এ সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আবু সালেক ঘটনা স্থলেই মারা যান। এবং মোটরসাইকেল আরোহী দিপুকে গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, ঢাকা রাজশাহী মহাসড়কে অজ্ঞাত একটি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় উপজেলার বানেশ্বর এলাকায় পেছন থেকে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনা স্থলেই আবু সালেক মারা যান। এবং গুরুতর আহত দিপুকে রামেক হাসপাতালে পাঠানো হয়।
অজ্ঞাত ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।




