পুঠিয়ারাজশাহী সংবাদ

রাজশাহীর পুঠিয়ায় এমপি পরিচয়ে প্রতারক আটক

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক প্রতারককে আটক করেছেন হাইওয়ে পুলিশ। তিনি মুঠোফোনের মাধ্যমে নিজেকে বর্তমান সাংসদ মনসুর রহমান পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণা করার চেষ্টা করছিল বলে অভিযোগ উঠেছে।

আটককৃত জাহাঙ্গীর আলম উপজেলার সদরের কৃষ্ণপুর গ্রামের মৃত মাজেদ গাঁইনের ছেলে। পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি (শিবপুরহাট) ইনচার্জ ও উপ-পরিদর্শক কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত জাহাঙ্গীর আলম হাইওয়ে পুলিশ সুপারকে (বগুড়া) মুঠোফোনের মাধ্যমে নিজেকে পুঠিয়া-দুর্গাপুর সাংসদ মনসুর রহমান বলে পরিচয় দেন।

এরপর তিনি শিবপুরহাট ফাঁড়িতে আটককৃত অবৈধ যানবাহন ছেড়ে দিতে নিদের্শ দেন। এ ঘটনায় পুলিশ সুপার স্যারের সন্দেহ হয় এবং বিষয়টি তদন্ত করতে আমাকে বলা হয়।
পরে ওই নম্বরটি বর্তমান সাংসদের নয় সেটা নিশ্চিত হই। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে প্রতারককে আটক করতে কৌশলে তাকে ফোনের মাধ্যমে ডাকা হয়। এবং তাকে বলা
হয়- ফাঁড়ি থেকে যেনো গাড়িটি নিয়ে যায়। সে সময় ওই প্রতারক জাহাঙ্গীর আলম ফাঁড়িতে আসলে তাকে আটক করা হয়।

এমপি সাহেবের পরিচয় প্রদান করে প্রতারনা করায় ১৮৬০ সালের দঃবিঃ আইনের ৪১৯ ধারায় মামলা দায়ের করে পুঠিয়া থানায় সোপর্দ করে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button