রাজশাহী সংবাদ

রাজশাহীর কাঁকনহাঁটে ট্রেনের চোরাই তেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৫ রাজশাহী, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি অপারেশন দল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাঁট রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২২০ লিটার ট্রেনের চোরাই তেলসহ ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৫, রাজশাহীর সহকারী পরিচালক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহমেদ-এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

তেল ছাড়াও মোবাইলসেট ৩টি, সীমকার্ড ৪টি, মেমোরী কার্ড ১টি, অটো ভ্যান ১টি, প্লাষ্টিক ড্রাম ৩টি, পট ১টি, পাইপ ১টি জব্দ করে র‌্যাব।

গ্রেপ্তার কৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমনুরার মৃত সাজেমানের ছেলে মো. আবুল খয়ের ওরফে জিকেন (৪৫) একই এলাকার মৃত তৈয়মুরের ছেলে আবুল কাশেম (৩৫), গোদাগাড়ী উপজেলার টাকন পাড়া এলাকার মইজ উদ্দিনের ছেলে মো. রবিউল ইসলাম (৩৬) ও একই উপজেলার কাঁকন মাষ্টার পাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম আলী (২০)।

এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button