সংবাদ সারাদেশস্লাইডার

প্রথম স্ত্রীর যৌতুক মামলায় গ্রেফতার

সংবাদ চলমান ডেস্কঃ

প্রথম স্ত্রীর করা যৌতুক ও নির্যাতন মামলায় পিরোজপুর জেলা ‘ছাত্রদলের সাধারণ সম্পাদক’ এম ডি বদিউজ্জামান শেখ রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলার হুলারহাট লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা সদর থানার ওসি মোঃ নুরুল ইসলাম বাদল।

২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি পারিবারিক ভাবে রুবেলের সঙ্গে বিয়ে হয় তার। দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তাদের। বিয়ের পর থেকেই যৌতুক হিসেবে বিভিন্ন সময় নগদ টাকা  আসবার পত্র ও মোটর সাইকেল দেয়া হয়েছে। এরপরও রুবেল ও তার মা জাকিয়া বেগম ২৫ লাখ টাকা যৌতুক দাবি করে নানাভাবে চাপ দেয়।

যৌতুকের টাকা না দিতে না পারায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। যৌতুক আনতে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী ও শ্বাশুড়ি। পারিবারিক ভাবে সমঝোতার চেষ্টা করলেও তার স্বামী ও ‘শ্বশুর বাড়ির লোকজন মেনে নেয়নি। এরপর ১৫ জুলাই খুলনা আদালতে স্বামী ও ‘শ্বাশুড়িকে আসামি করে যৌতুক ও নির্যাতন মামলা দায়ের করেন তিনি।

অধিক যৌতুকের লোভে তার অনুমতি না নিয়ে যশোর এলাকার একটি মেয়েকে বিয়ে করে রুবেল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার কারণে এ বিষয়ে কিছু বলতে গেলে রুবেল নানাভাবে হুমকি দেয় জানাগেছে।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button