মোহনপুররাজশাহী সংবাদ

রাজশাহীতে চোরাই মোটর সাইকেলসহ ১১টি মামলার মুলহোতা গ্রেফতার

ভাম্যমান প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ২সদস্য গ্রেফতার সহ চোরাই কৃত ১টি মটর সাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার এস আই তাহেরের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ধুরইল ইউনিয়নের ধুরইল গ্রামে অভিযান চালায়।

এসময় মটর সাইকেল চোর চক্রের মূলহোতা ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার পশ্চিম বনগাঁও ডাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম ওরফে জাফরের ছেলে ১১ মামলার আসামী নাসিম,টিকুয়া ওরফে টিকো ওরফে টিকু (২৬) ও ধুরইল ইউনিয়নের ধুরইল গ্রামের তালুকদারপাড়ার এরশাদ আলীর ছেলে রনি হোসেন (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ১টি টিভিএস এ্যাপাচি আরটিআর ১৫০ সিসি যার রেজি নম্বর রাজ মেট্রো-ল ১১-৪২৬৪ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, মোটরসাইকেল চোর নাসিম,টিকুয়া ওরফে টিকো ওরফে টিকু চুরি,মাদকসহ বিভিন্ন থানায় ১১ টি মামলার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাববাদে ১৩ টি মোটর সাইকেল চুরির কথা স্বীকার করেছে। রাজশাহী জেলার তানোর থানার কালীগন্জে ১ টি,পবা থানার নওহাটা কলেজ হতে ১ টি ,মোহনপুর থানার মৌগাছি ১টি,কেশরহাট ১ টি ,রাজশাহী দরগাপাড়া হতে ১টি,২৬ ডিসেম্বর ১৯ বিশ্ববিদ্যালয়ের ভিতর হতে ২ টি ,বিশ্ববিদ্যালয় গেট হতে ২ টি, উত্তরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ২ টি,পাবনা জেলার ঢাকা টারমিনাল হতে ১টি,সদর হাসপাতাল হতে ১টি পালসার ও এ্যাপাচি মোটর সাইকেল চুরির তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর নাসিম ও রনিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button