মোহনপুররাজশাহী সংবাদ

মোহনপুরে ট্রাক্টর রাস্তায় চলাচল নিষিদ্ধে প্রসাশনের মাইকিং

মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় মাটিবাহী ট্রাক্টর চলাচলের নিষিদ্ধ ঘোষণা করে মাইকিং করেছেন নিবাহী কর্মকর্তা (ইউএনও)।

উপজেলার কিছু অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অবৈধ পুকুর খননের মাটি ট্রাক্টর দিয়ে বহন করে আসছিল। এতে করে রাস্তায় মাটি পড়ে থাকায় সামান্য বৃষ্টি হলে রাস্তাগুলো পথচারীদের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ইতিপূর্বে ওই সকল রাস্তা দিয়ে পথচারীরা চলাচল করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্বীকার হয়েছেন। বৃহস্পতিবার উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করে মাইকিং করা হয়েছে।

মোহনপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, উপজেলার বিভিন্ন বিলে ফসলী জমি নষ্ট করে পুকুর খনন করা মাটি পাকা রাস্তা নষ্ট ট্রাক্টর দিয়ে করায় উপজেলা প্রসাশনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। মাইকিংনের পর যদি কেউ নিষেধ অমান্য রাস্তা নষ্ট করে ট্রাক্টর দিয়ে বহন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button