বাগমারারাজশাহী সংবাদ

বাগমারায় অবৈধ পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে তিন জনের কারাদন্ড

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ধানী জমিতে অবৈধ পুকুর খননের অভিযোগে ৩ জনকে কারাদন্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ উপজেলার শ্রীপুর ইউনিয়নের খয়রা বিলে অবৈধ পুকুর খননের অভিযোগে অভিযান চালিয়ে তাহেরপুর পৌরসভার মজিদপুর ও জামগ্রাম মহল্লার রনি

ইসলাম (২২), আল আমিন হোসেন (২১) ও আহম্মেদ আলী (৩৫) কে আটক করে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, সরকারী নিদের্শ

অমান্য করে অবৈধ ভাবে ধানী জমিতে পুকুর খননের অপরাধে ৩ জনকে ৮৮ ধারায় কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলার সর্বত্রই এমন অভিযান চলবে বলে তিনি জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button