রাজশাহী সংবাদ

পরিচালকের অনুমতি ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক প্রবেশ করতে পারবেনা : স্বাস্থ্যমন্ত্রী

ফরিদ আহমেদ আবির: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের অনুমতি ছাড়া কোন সাংবাদিক প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

গতকাল শনিবার দুপুরে রামেক হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলনে।
তিনি বলেন, পরিবেশ পরিছছন্নতার বিষয় রয়েছে। অতিরিক্ত মানুষের চাপে সমস্যা হয়।

এর আগে হাসপাতালটির চিকিৎসকের উদ্দ্যেশে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, কোন জিনিস নষ্ট হয়ে আছে। আমরা পত্র পত্রিকায় খবর দেখতে চাই না।

সভায় সভাপতিত্ব করেন, রামেকের অধ্যক্ষ ডাক্তার নওশের আলী।

অপরদিকে, এবছর রামেবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সব সময় অগ্রাধিকার পায়। এ বছর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) কাজ শুরু হবে। এছাড়া হাসপাতালের জনবল, যন্ত্রাপতির প্রয়োজন, সেগুলো দেওয়া হবে।

গতকাল শনিবার দুপুরে রামেক হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইনটেনসিভ কেয়ার ইউনিটে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আইসিইউ বা ডাইলাসিস দ্বিগুন করে দেওয়া হবে। এছাড়া বাড়ানো হবে শয্যা। ডেন্টাল ইউনিট কলেজ করার কথা হয়েছিল। অনুমোদনও দেওয়া হলেছিল। অনুমতির প্রয়োজন। একটি গাড়ি দেওয়া হবে। প্রয়োজনে অ্যাম্বুলেন্সও দেওয়া হবে।

অনুষ্ঠানে রামেকের অধ্যক্ষ ডাক্তার নওশের আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রাজশাহী-৫ আসনের সাংসদ ডা. মনসুর রহমান প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button