নওগাঁ

এখনো মেলেনি সন্ধান নদীর স্রোতে ভেসে যাওয়া শিশু নিতি

নওগাঁ প্রতিনিধিঃ

 এখনো মেলেনি সন্ধান, নওগাঁর আত্রাই নদীর স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিশু কন্যা নিতি আক্তার (১০) । রাজশাহী ডুবুরি দল ও পরিবারের লোকজন নদীর তীরসহ সম্ভাব্য স্থানগুলোতে তাঁর খোঁজ খবর নিচ্ছেন বলে জানা গেছে।গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নিতি আক্তার নদীর স্রোতে ভেসে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। নিতি আক্তার উপজেলার আটগ্রাম গ্রামের প্রবাসী ফজলুর রহমানের মেয়ে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার বেলা ১১টার দিকে ৯৯৯ থেকে ফোন আসে উপজেলার আটগ্রাম এলাকায় পানির স্রোতে চতুর্থ শ্রেণীর শিশু কন্যা নিতি আক্তারের ভেসে যাওয়া খবর। সাথে সাথে এসআই রুবেল আলমকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিতি আক্তার উপজেলার কলকাকলি কিন্ডার গার্টেন স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রী।গতকাল  সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নিতি আক্তার ও তার ফুপাতো বোন জুতি আক্তার বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে নিতি আক্তার সাাঁতার কেটে নদীর মাঝে প্রান্তে পৌঁচ্ছালে পানির স্রোতে ভেসে যায়।

এ বিষয়ে রাজশাহী ডুবুরি দলের লিডার নুর-নবী বলেন, আমাদেরকে খবর পৌচ্ছলে আমরা এসে নদীতে নিখোঁজ শিশু কন্যার সন্ধানে অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি আমরা নিখোঁজ শিশুকে উদ্ধার করতে সক্ষম হব।

তিনি আরো জানিয়েছে তীরবর্তী এলাকায় মাইকিং করা হয়েছে বলেও জানা গেছে।

 

 

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button