নওগাঁবগুড়ারংপুররাজশাহীসংবাদ সারাদেশ

স্থগিত হলো অযুহাত দেখানো পাম্প মালিকদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদকঃ

ঢিলে ঢালা ভাবে শুরু হয়া ধর্মঘট স্থগিত করেছে তৈল পাম্প মালিক পক্ষ। বুধবার সড়ক বিভাগের ক্রুটি ধরে নাটকীয় এই ধর্মঘট প্রত্যাহার করেছেন পেট্রোল পাম্প মালিক পক্ষ। রাজশাহী ও রংপুর বিভাগের ডাকা তেল পাম্প মালিকদের ধর্মঘট চলাকালে ঘুরে দেখা যায়। রাজশাহীর অধিকাংশ পাম্প বন্ধ থাকলেও দুই একটি পাম্পে তেল দেওয়া হচ্ছে।

কাশিয়াডাঙ্গার  ন্যাশনালের পাম্পে তেল দেওয়া হচ্ছে। অনেক শ্রমিকরা এমন অযৌক্তিক ধর্মঘটের কারণে ক্ষোভ  প্রকাশ করছেন।

রংপুর মহানগরীর শাপলার ইউনিক পেট্রোল পাম্পে গিয়ে ভুক্তভোগী সরকারি কর্মকর্তা মাসুদ রানার সাথে কথা হলে তিনি জানান, আমি এই পাম্প থেকেই তেল নিয়ে যাতায়াত করি। এখন বাইকেও পেট্রোল নেই। অফিসেও যেতে হবে। ধর্মঘটের বিষয়টা আমার জানা ছিল না।

তিনি আরো বলেন বিপদে পড়লাম। কিভাবে কী করি। পরে তাকে বাইক ঠেলে সামনের দিকে নিয়ে যেতে দেখা গেছে।

এর কিছুক্ষণ পরে বাইক ঠেলে পাম্পে আসতে দেখা আরেকজনকে। তার নাম আব্দুর রহিম। তিনি জানালেন, গ্রান্ড হোটেল মোড়ে এসে বাইকের তেল শেষ হয়েছে। রহমান পাম্পে গিয়ে দেখলাম বন্ধ। শাপলায় এখানে এসেও দেখি বন্ধ। এখন কি করি। একটি এনজিওতে চাকরি করেন তিনি। কথা বলতে বলতেই অফিসের ফোন আসলো তার তার কাছে। খুব বিমর্ষ চাহুনিতে বাইক ঠেলে পাম্প এলাকা ছাড়তে ছাড়তে বললেন, সবাই সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে।

পাম্পে জ্বালানী নিতে ভিড় করছে যানবাহন। তেল না পেয়ে ঠায় দাঁড়িয়ে আছে সেগুলো।
পিকআপ চালক নাসিম হোসেন জানান, ধর্মঘট ডাকতে গেলে অবশ্যই ২-৩ দিন আগে থেকে অবগত করা উচিত ছিল। কিন্তু এখন কোন নিয়ম-কানুন নাই। যে যখন মন চাচ্ছে ধর্মঘট ডাকতেছে। সরকারকে নরম পাইছে, যে যখন পাচ্ছে তখন সরকারকে টালমাটাল করছে।এটি  ঠিক না।

আজ বুধবার জানিয়ে তিনি বলেন, ট্রিপ বেশি হওয়া কথা, মার্কেট ভালো। কিন্তু পাম্পে আসলাম তেল নাই। এখন পরিবারকে খাওয়াবো কী।

তবে এই ধর্মঘটের বিষয়ে খুব একটা জানেন না পাম্প কর্মকর্তা ও কর্মচারীরাও। রংপুর ইউনিক পাম্পের কর্মকর্তা পরিতোষ চক্রবর্তি জানান, আমি কিছুই জানি না, কেন পাম্প বন্ধ। যেহেতু মহাজন ফোন করে পাম্প বন্ধ রাখতে বলেছে তাই বন্ধ রেখেছি। শুনেছি কোথায় নাকি গন্ডগোল হয়েছে। মারামারি হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটায় এক প্রেসবিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজান ও সাধারণ সম্পাদক মো. আ. জলিল জানান, নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা চিঠি না দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এর প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন-বিপণন বন্ধ এবং পরিবহন ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে।

এ ব্যপারে সড়ক ও জনপথ বিভাগের নওগাঁর উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক সংবাদ চলমান কে জানান, উচ্ছেদ করা হয়েছে সান্তাহারে। ওই এলাকাটি বগুড়া সড়ক ও জনপথ বিভাগের। কিন্তু ভুলকরে নওগাঁ বলা হচ্ছে। আমি যতদূর জানি, নোটিশ মাইকিংসহ যথাযথ নিয়ম অনুসরণ করেই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, হাইওয়ের পাশে উচ্ছেদ অভিযানের নিয়ম মেনে আমরা উচ্ছেদ করেছি। উচ্ছেদ করার আগে গত ২৪ জানুয়ারি পত্রিকায় আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। এরপর সেখানে লাগাতার মাইকিং করা হয়েছে।

সুতরাং, না জানানোর অভিযোগ সম্পুর্ণ মিথ্যা এ তিনি বলেন, যেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে সেখানে সরকারের ৯০ শতক জমি আছে। আমরা সেখানে সবারটা উচ্ছেদ করেছি। কিন্তু ওই পেট্রোল পাম্পের মালিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হওয়ার কারণে তিনি জনগণকে ভোগান্তিতে ফেলতে এই ধর্মঘট ডেকেছেন।

রাজশাহীর বিসমিল্লাহ পাম্পে তেল নিতে আসা মকবুল হোসেন জানান এখন যে কোন ধর্মঘট হলেই সেটি রাজনৈতিক খাতে নিতে একটি পক্ষ মরিয়া হয়ে কাজ করছে। সরকারের বিপক্ষে গেলেই আওয়ামী লীগ, আবার পক্ষে কাজ করলে উপদেষ্টার দালাল,আসলে সাধারণ মানুষ যাবে কোথায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button