রাজশাহী সংবাদ

তথ্য গোপনের অভিযোগে আরডিএ কর্মকর্তার প্লট বাতিল

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহকারি প্রকৌশলী শেখ কামরুজ্জামানের চন্দ্রিমা আবাসিক এলাকার সরকারি প্লট বাতিল করা হয়েছে। তথ্য গোপন করে সরকারি প্লট নেওয়ায় শেখ কামরুজ্জামানের সরকারি প্লটটি বাতিল করা হলো। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আরডিএর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রাজশাহী সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (ডিডি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শেখ কামরুজ্জামানের রাজশাহী মহানগরী এলাকায় জমি ও বাড়ি থাকার পরও সরকারের প্লট বরাদ্দ নীতিমালার শর্ত ভঙ্গ করে ২০০৮ সালে চন্দ্রিমা আবাসিক এলাকায় ৪ কাঠার একটি সরকারি প্লট বরাদ্দ নেন। দুর্নীতি দমন কমিশনে অভিযোগ আসার পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে দুর্নীতি দমন কমিশনের সচিব দিলোয়ার বখত গত ২৬ ডিসেম্বর আদিষ্ট হয়ে আরডিএর চেয়ারম্যান বরাবর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এর ফলে আরডিএর চেয়ারম্যান গত সপ্তাহে শেখ কামরুজ্জামানের প্লটটি বাতিল করে কমিশনকে অবহিত করেছেন। এদিকে দুদক সূত্র আরও জানায়, তদন্ত চলার সময় টের পেয়ে শেখ কামরুজ্জামান তার প্লটি বিক্রি করে দেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button