দূর্গাপুররাজশাহীস্লাইডার

আজ ভয়াল সেই ২৫ শে মার্চ

 দূর্গাপুর প্রতিনিধি :গোলাম কিবরিয়াঃ ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। মুক্তিযুদ্ধে একদিকে যেমন স্বাধীনতা এনে দিয়েছে। তেমনি কেড়ে নিয়েছে বহু বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, নারী, পুরুষ, শিশুর প্রাণ। সঙ্গম হারিয়ে অনেক নারী। অনেকের কাছে যুদ্ধের স্মৃতি হয়ে উঠেছে এক ভয়াল স্মৃতি। বাঙ্গালি জাতীর প্রানের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে সাড়া দিয়ে বাঙ্গালি সর্বাত্মক আন্দোলন শুরু করে। এই আন্দোলন দমাতে পাকিস্তানী শাসকগোষ্ঠী নীল নকশা তৈরি করে। ১৯৭১ সালের এই দিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা শুরু করে। একাত্তরের ২৫ মার্চের গণহত্যা শুধু একটি রাতের হত্যা-ই ছিল না, এটা ছিল মূলত বিশ্বসভ্যতার জন্য এক কলঙ্কজনক জঘন্যতম গণহত্যার সূচনামাত্র। অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের মাধ্যমে দেশের প্রধান শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বাঙালিদের ওপর গণহত্যা চালায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। অভিযান শুরু করার আগে বিদেশি সাংবাদিকদের পূর্ব পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়। বাঙালিদের ওপর আক্রমণের পর গ্রেপ্তার হওয়ার আগে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।এর মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ঢাকায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর সামরিক অভিযানে অন্তত ৫০ হাজার বেসামরিক মানুষ প্রাণ হারায়। এর ঐতিহাসিক সাক্ষী হয়ে আছে তৎকালীন আন্তর্জাতিক গণমাধ্যম গুলো। ২৫ মার্চের কালো রাত বাঙ্গালির মনে আজও এক স্মৃতিময় অধ্যায়। যাদের জন্য স্বাধীনতার সূর্যান্ত আস্তো যায়নি সেই বীর শহীদ দের শ্রাদ্ধাভর স্বরণ করবে চিরোকাল।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button