গোদাগাড়ীরাজশাহী সংবাদ

চরম ভোগান্তিতে চর আষাড়িয়াদহের শত পরিবার

মিজানুর রহমান গোদাগাড়ী প্রতিনিধিঃ

গোদাগাড়ী উপজেলার পদ্নানদী পার প্রান্তিক ৯ নং ইউপি চর আষাড়িয়াদহ এই ইউপিতে বাসযোগ্য শতকরা ৯৫ জন কৃষি কাজে নিয়োজিত।

এই জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থা টলি, সাইকেল, বা মোটরসাইকেল বর্তমান সময় কিছু রাস্তা গুলো পাকাকরণ করা হয়েছে। এবং যে সব রাস্তা গুলো কাঁচা বা মাটির রাস্তা রয়েছে সেই,রাস্তা গুলো চলাচলের জন্য অনুপযোগী হয়ে আছে।

এই ইউনিয়নের জনপ্রতিনিধিরা ভোটের সময় প্রতিস্রতি দিলেও সেইভাবে  কোন নজরদারি রাখেনা। তারা যদি তাদের প্রতিস্রতি রাখতো তাহলো এই বিশাল কৃষক জনগোষ্ঠীর যোগাযোগের সুব্যবস্থা হত। তাই পদ্না পার ইউপির সাধারণ মানুষ এর দাবি উর্ধতন কতৃপক্ষ জেনো একটু যোগাযোগের সুব্যবস্থা গ্রহণ করে। তাহলে এই প্রান্তিক কৃষকগোষ্ঠীর আনেক কষ্টের অবসান ঘটবে।

এই ইউপিতে ১টি বর্ডার গার্ড ক্যাম্প ১ টি হাইস্কুল ২ টি মহাফেজখানা প্রায় ৫ টি মত প্রাইমারী স্কুল ও অসংখ্য বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এবং জরুরি অসুস্থদের জন্য এই অযোগ্য যোগাযোগ ব্যবস্থা কাল হয়ে দাঁড়ায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button