সারাদেশস্লাইডার

বিশ্ব জুরে বেকার হতে পারেন আড়াই কোটি মানুষ

সংবাদ চলমান ডেস্কঃ

জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) জানিয়েছে, করোনাভাইরাস গোটা বিশ্বের প্রায় আড়াই কোটি মানুষের কর্মসংস্থান কেড়ে নিতে পারে। খবর পার্সটুডে’র

বিশ্ব অর্থনীতির ওপর করোনার প্রভাব মূল্যায়ন করতে গিয়ে বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আইএলও।

বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস আরো ছড়িয়ে পড়লে বিশ্বের অর্থনৈতিক মন্দা ২০০৮ সালকেও ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বেকার হয়ে যাবে এবং শ্রমজীবীদের আয় মারাত্মকভাবে কমে যাবে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি দেশকে এখনই করণীয় ঠিক করে তা বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে আইএলও।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। বর্তমানে চীনের ৩০টি প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৬৫টি দেশে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের অন্তত দুই লাখ চার হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৮২ হাজার মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এছাড়া এই প্রাণঘাতী ভাইরাস এখন পর্যন্ত আট হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button